Wednesday, April 8, 2015

আজকে আপনাদের আরও একটি সুন্দর কাস্টম রম দেখাবো ।
প্রথমেই আপনাকে বলছি যে , CWM,Root আপনার ওয়ালটন প্রিমো ইএফ২ মোবাইল এ থাকতে হবে । এবং আর পদ্দতি পর্ব ১ এ দেয়া হইছে ।
এখন তাহলে শুরু করা যাক আজকের ওয়ালটন প্রিমো ইএফ২ এর আরও একটি কাস্টম রম নিয়া ।
আজকের কাস্টম রমটির নাম XTREME OS V6
এই রমটি তে যা ফিচার থাকছেঃ
১) ঘড়ির অনেক আকার দিতে পারবেন ।
২) স্ট্যাটাস বার এ রং করতে পারবেন ।
৩) সিপিউ এবং রেম কে গতিময় করতে পারবেন এবং তার জন্য আলাদা সেটিং থাকবে ।
৪) ২ সিম একই সাথে ব্যাবহার করতে পারবেন ।

৫) রমটি রুট করা থাকবে , আপনাকে নতুন করে রুট করতে হবে নাহ এবং আপনি ইছছে করলে আনরুট করতে পারবেন ।
৬) গুগল এর সব অ্যাপ ইন্সটল করা থাকবে ।
৭) এই রমটিতে আপনি আরও অনেক ফিচার পাবেন যা আপনি ব্যাবহার করলেই বুজতে পারবেন ।
এই রমটির কিছু ছবি এক সাথে করে নিচে দিলাম

এই রমটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন ।

রমটির ফোন করার আপডেট ফিক্স করা হয়নি তাই আপনাকে তা ফিক্স করতে হবে । আপনি ফিক্স করার জন্য ফাইলটি ডাউনলোড করুন ।

এই রমটি ফ্ল্যাশ করার পদ্দতি পর্ব ১ এ বলেছি এবং আবার বলছি কারন এই রমটিতে ফোন করার আপডেট ফিক্স করতে হবে ।
মোবাইলটি  বন্ধ করুন।
১) মোবাইলটি বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান ।
২) এখন MOUNT AND STORAGE এই লিখায় প্রবেশ করুন
আপনি ফরমেট করবেন SYSTEM , DATA এবং CACHE এই ৩টি ।
৩) এখন আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন , CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন ।
৪) এখন ডাউনলোড করা কাস্টম রমটি আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন ।
৫) কিছুক্ষণ অপেক্ষা করুন । শেষ হলে আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন , CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন । এখন ডাউনলোড করা রমটির ফোন করার আপডেট ফিক্স ফাইলটি দেখিয়ে দিন  এবং yes এ ক্লিক করুন । শেষ হলে restart/reboot যা থাকবে তাতে ক্লিক করুন ।
৬) এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন সুন্দর XTREME OS V6 কাস্টম রমটি ।

0 comments:

Post a Comment

sksumon