Thursday, April 9, 2015

 Icloude এ backup না থাকার কারনে আইফোনের farmware  restore/update দেবার পর আইফোন          ইউজারদের সব চাইতে যে বিষয়গুলো চিন্তায় ফেলে তার মধ্যে ফোনের কন্টাক্টস নাম্বারগুলো ফিরে পাওয়া অন্যতম। আজকে আমরা দেখব কি করে ছোট্ট একটি অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই মাত্র ৩০/৬০ সেকেন্ড এর মধ্যে অনলাইনে আইফোনের সমস্ত কন্টাক্টস নাম্বারের ব্যকআপ  রাখা যায়।
 প্রথমে এই লিঙ্ক থেকে Contacts Backup - IS Contacts Kit Free অ্যাপটি ডাউনলোড করুন অথবা App Store  থেকে নিজেই সার্চ করে ইন্সটল করুন।

Contacts Backup App টি ইন্সটল করে নিচে দেয়া ছবির নির্দেশনা অনুযায়ী আইফোনের সমস্ত কন্টাক্টস নাম্বারের ব্যকআপ রাখুন।এই অ্যাপটির মাধ্যমে আপনি নিজের ইমেইল আইডিতে ইমেইল করে, গুগল ড্রাইভে আপলোড করে, ড্রপ বক্স লিঙ্ক শেয়ার করে ইত্যদি নিজের খুশি মত যেকোন ভাবে ব্যকআপ রেখে যখন খুশি তখন আবার ব্যবহার করতে পারবেন।তবে গুগল ড্রাইভে ব্যকআপ রাখার জন্য আপনার আইফোনে Google Drive অ্যাপটি ইন্সটল করা থাকতে হবে।

0 comments:

Post a Comment

sksumon