Thursday, April 9, 2015

A Complete Guide to Start Journey with Windows Phone

Documents Reader

১. Adobe Reader: নিঃসন্দেহে সেরা পিডিএফ রিডার। নতুন ভার্সনে এসডি কার্ড ব্রাউজ করে ডকুমেন্ট ওপেন করতে পারবেন। দেখে নিন-

শুধুমাত্র একটাই দুর্বলতা- ব্লুটুথ দিয়ে ফাইল সেন্ড করতে পারবেন না।

ডাউনলোড করুন-

২. PDF Reader: ব্লুটুথ দিয়ে ফাইল সেন্ড করতে এই রিডারটি ব্যবহার করতে পারেন। এটি pdf, xps ও cbz ফরম্যাটের ফাইল রিড করতে পারে।

ডাউনলোড-

৩. MoHoo Reader: সেরা eBook reader। এটি epub, umd, rar, mbp ইত্যাদি ফরম্যাটের বই পড়তে পারে।

ডাউনলোড-

এছাড়া Word, Excel আর PowerPoint ফাইল রিড করার জন্য ডিফল্ট Microsoft Office তো আছেই। আর কুইক নোট লিখতে রয়েছে OneNote.

Document Scanner

১. CamScanner: পড়াশোনার কাজে মোবাইলে ছবি তুলছেন অথচ এই অ্যাপটি ইউজ করছেন না এমন মানুষ কমই আছে। হ্যাঁ, উইন্ডোজ ফোনের জন্যও IntSig-এর তৈরি এই দারুণ অ্যাপটি দিয়ে ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন।

ডাউনলোড-

২. Office Lens: মাইক্রোসফটের তৈরি এই অ্যাপটিও ব্যবহার করে দেখতে পারেন। CamScanner এর মতো অতোটা পটু না হলেও বেশ ভালো অ্যাপ। ডাউনলোড-

অভিধান

১. Advanced English Dictionary (Free): এই ডিকশনারিটি অসাধারণ। যা যা প্রয়োজন, তার সবই পাবেন এখানে। সাথে থাকছে US ও UK উচ্চারণ শোনার ব্যবস্থা। নতুন ভার্সনে কিছু কিছু শব্দে ইমেজ দেখার সুবিধা আছে।

ডাউনলোড-

২. চন্দ্রকথাঃ NerdCats এর তৈরি এই সুন্দর অ্যাপটিও নামিয়ে রাখতে পারেন। এতে প্রায় ৪৮০০০+ শব্দ রয়েছে।

ডাউনলোড-

৩. আলোকবর্তিকাঃ এই অ্যাপে পাচ্ছেন অনেকগুলো ডিকশনারি একত্রে।

ডাউনলোড-

৪. English to Bangla Dictionary: JigsawLab এর এই ডিকশনারিটি ডাউনলোড করুন-

হিসাব - নিকাশ

১. Calculator²: আমার দেখা সেরা ক্যালকুলেটর। কি নেই এতে? দেখে নিন-

ডাউনলোড-

২. Function Plotter: যারা ম্যাথ নিয়ে নাড়াচাড়া করেন তাদের কাজে লাগবে। ইউজার ইন্টারফেসটা খুব সুন্দর এবং গ্রাফের বিস্তারিত সব পাবেন।

ডাউনলোড-

Drawing Apps

১. Fresh Paint: মাইক্রোসফটের তৈরি অসাধারণ এই অ্যাপটি আঁকিয়ে বন্ধুদের কাজে লাগবে। একদম রিয়েল টাইম ড্রয়িংএর মতো ছবি আঁকা যায়।

ডাউনলোড-

২. InNote: IntSig এর আরেকটি দারুণ ছবি আঁকার অ্যাপ।

ডাউনলোড-

Camera Lens

১. Nokia Camera: সবসময় ছবি তোলার জন্য এটা আমার কাছে বেস্ট। ইচ্ছেমতো সব ছবি তুলুন।

ডাউনলোড-

২. Nokia Cinemagraph: অ্যানিমেটেড GIF বানাতে চান? HD অ্যানিমেশন বানাতে এই অ্যাপটি ডাউনলোড করুন-
৩. Nokia Panorama: ৩৬০ ডিগ্রি প্যানোরামা তোলার সহজ অ্যাপ এটি। এটি ছাড়াও স্টোরে Photosynth নামে একটি অ্যাপ আছে যা দিয়ে Spherical ছবি তুলতে পারবেন (আমার কাছে ওটা বেশ ঝামেলার মনে হয়)। Nokia Panorama ডাউনলোড-
৪. Nokia Refocus: এই অ্যাপ দিয়ে প্রথমে ছবি তুলবেন, পরে ইচ্ছেমতো ফোকাস করবেন (ভিন্ন ভিন্ন জায়গায়- যেখানে খুশি)।

ডাউনলোড-

৫. Nokia Smart Cam: রেগুলার ছবি তোলার আরেকটি অ্যাপ। এতে পাবেন- Motion Focus, Action Shot, Remove Moving Objects, Change Faces এই ইফেক্টগুলো। ডাউনলোড-
৬. Blink: একাধিক শট থেকে পারফেক্ট শটটি বেছে নিতে এই অ্যাপটি ব্যবহার করুন-
৭. OneLens: ছবি তোলা ও এডিট করার জন্য এই অ্যাপ। ডাউনলোড-
৮. OneShot: বিভিন্ন ইফেক্টে ছবি তোলার একটি ভালো অ্যাপ। ডাউনলোড-
৯. SophieLens for Nokia: এতেও অনেকগুলো ভালো ভালো ফিল্টার রয়েছে। দ্রুত ছবি এডিট করার জন্য উপযুক্ত। ডাউনলোড-
১০. SplitPic: এটি আপনার ক্যামেরাকে কয়েকটি সেকশনে ভাগ করে ফেলে; আপনি ইচ্ছেমতো মজাদার ছবি তুলতে পারবেন। ডাউনলোড-

Photo Editor

১. BLACK: এটি সাদাকালো ফিল্ম সিমুলেটর। সাদাকালো ছবিতেও যে দারুণ দারুণ সব ইফেক্ট দেয়া যেতে পারে, তা এই অ্যাপ ব্যবহার করলেই বুঝতে পারবেন। ডাউনলোড-
২. Camera360: ছবি এডিটের জন্য অন্যতম সেরা অ্যাপ। অনেক ফিল্টার, অনেক ইফেক্ট আর অনেক ফ্রেমের সমন্বয়।

ডাউনলোড-

৩. Lens Blur: ছবির নির্দিষ্ট অংশ ব্লার করার জন্য বেশ ভালো অ্যাপ। ডাউনলোড-
৪. Nokia Creative Studio: ছবি এডিটের সেরা অ্যাপ। আপনার ছবিকে এডিট করুন মনের মতো।

Music Player

১. Xbox Music: ডিফল্ট মিউজিক প্লেয়ার। আকর্ষণীয় UI; Artist, Album, Genre বা Song list থেকে গান বেছে নেবার সুবিধা।

ডাউনলোড-

২. Listen: অত্যন্ত সুন্দর ও সিম্পল Now Playing স্ক্রিন। থাকছে লিরিকস দেখার সুবিধাও।

ডাউনলোড-

৩. Lyrics Player: এটি দিয়ে অনলাইনে লিরিকস সার্চ করতে পারবেন।
৪. TTPod: TTPod এর অন্যতম সুবিধা হল স্লিপ টাইমার অ্যাড করতে পারবেন। সো, সারারাত গান চলে চার্জ শেষ হবার ভয় নেই।

ডাউনলোড-

Video Player

১. Xbox Video: ডিফল্ট ভিডিও প্লেয়ার। দেখতে সুন্দর, আর কিছু বললাম না। ব্যবহার করেই দেখুন

ডাউনলোড-

২. MoliPlayer: পিসিতে KMPlayer চালিয়েছেন? বা VLC? MoliPlayer তাদেরই জাতভাই। সব ফরম্যাটের ভিডিও বা অডিও প্লে করতে পারে, আছে সাবটাইটেল দেখার সুবিধাও।
এতো ভালো একটা ভিডিও প্লেয়ার পাবেন অথচ একটু কষ্ট করবেন না? এর প্রো ভার্সন সবার জন্য উন্মুক্ত কিন্তু ফ্রি ভার্সন শুধু চায়নার জন্য। ফ্রি ভার্সন ডাউনলোড করতে ফোনের রিজিয়ন চেঞ্জ করে চায়না করে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন-

Video Editor

১. Movie Maker 8.1: সুন্দর এই ভিডিও এডিটর (বা মুভি মেকার)-এ অনেক টুলস পাবেন। মোবাইল দিয়ে শর্টফিল্ম তৈরিতে কাজে লাগবে।

ডাউনলোড-

২. Movie Moments: বন্ধুদের সাথে কোন ভিডিওর নির্দিষ্ট অংশ শেয়ার করতে চান? এখন সেটা আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

ডাউনলোড-

৩. MovieJax: মুভি তৈরি করার আরেকটি অ্যাপ। এতে ভিডিও, ফটো বা টেক্সট অ্যাড করে মুভি তৈরি করতে পারবেন। ব্যবহার করা খুবই সোজা।

ডাউনলোড-

৪. Nokia Video Trimmer: ইচ্ছেমতো ভিডিও ক্রপ করতে এটি ব্যবহার করতে পারেন। ডাউনলোড-
৫. Video Compressor: সাধারণত উইন্ডোজ ফোনে হাই রেজুলেশনে ভিডিও রেকর্ড হয়। ফলে তার সাইজ হয় বিশাল। বন্ধুদের সাথে শেয়ার করতে গেলে পড়তে হয় বিড়ম্বনায়। এই অসুবিধা থেকে সমাধান পেতে এই অ্যাপটি ব্যবহার করুন। 144p থেকে শুরু করে 1080p পর্যন্ত রেজুলেশন আর নানা কোয়ালিটিতে ভিডিও কমপ্রেস করতে পারবেন। ডাউনলোড-

খেলার খবর

১. ESPNcricinfo: ক্রিকেট ম্যাচ থাকলেই তো http://www.espncricinfo.com এ ঢু মারেন। এতো কষ্ট করতে হবে না। জাস্ট অ্যাপটা ওপেন করুন। অফিসিয়াল এই অ্যাপটির সুন্দর, গোছানো UI তে জানতে পারবেন ম্যাচের আদ্যোপান্ত। তো ডাউনলোড করে নিন-
২. Onefootball Brasil: Onefootball ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে  এই বিশেষ অ্যাপটি তৈরি করেছে। নিজের পছন্দের টিমের ম্যাচ সহ সব খবর ও লাইভ আপডেট পেতে পারেন এতে।

ডাউনলোড-

৩. WorldCupBrazil: আরেকটি সুন্দর অ্যাপ। মাইক্রোসফটের ৮ বার MVP অ্যাওয়ার্ড জয়ী Bruno Sonnino এর ডেভেলপ করা এই অ্যাপেও পাবেন বিশ্বকাপের খুঁটিনাটি।

ডাউনলোড-

News Apps

১. Newshunt: এই একটি অ্যাপেই পাবেন প্রথম আলো, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, Daily Sun এই চারটি বাংলাদেশী পত্রিকা পড়ার সুযোগ। এছাড়াও থাকছে আরও অনেকগুলো পত্রিকা। ডাউনলোড-
২. Prothom Alo: প্রথম আলোর অফিশিয়াল অ্যাপ। MCC-র ডেভেলপ করা এই সুন্দর অ্যাপটি ডাউনলোড করুন-
৩. The Daily Star (Lite Version): আমার সবচেয়ে পছন্দের অ্যাপ। দেখেই বোঝা যায়, NerdCats অনেক যত্ন নিয়ে এই অ্যাপটি তৈরি করেছে।

ডাউনলোড-

৪. Weather: Weather এর অনেক অ্যাপ আছে স্টোরে। তবে অধিকাংশের সাইজ বড্ড বেশি। এই অ্যাপটি সাইজে ছোট, দেখতেও সুন্দর আর দরকারি সব তথ্যই পাবেন।

ডাউনলোড-

৫. Wikipedia: Wikipedia-র অফিশিয়াল কোন অ্যাপ নেই। তবে এই অ্যাপটি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে।
আকর্ষণীয় ইন্টারফেসের এই অ্যাপটি ডাউনলোড করুন-
৬. WPCentral: উইন্ডোজ ফোনের প্রেমে পড়ে গেছেন? :-P এ টু জেড সব নিউজ, আপডেট জানতে এই অ্যাপটি ডাউনলোড করুন। (মনে রাখবেন এটি ট্রায়াল ভার্সন- তাই অ্যাড সাপোর্টেড)

ডাউনলোড-

৭. Magnify BETA: এই অ্যাপটি ইউজ করতে বেশ মজা পাবেন।

ডাউনলোড করেই দেখুন-

৮. IMDb: আইএমডিবির অফিশিয়াল অ্যাপ। সহজেই মুভি সম্পর্কে খোঁজখবর নিতে পারবেন।

ডাউনলোড-

Social Networking

১. Facebook: ফেসবুক আর মাইক্রোসফটের যৌথভাবে তৈরি ফেসবুক অ্যাপ। অ্যাপের মধ্যে থেকেই চ্যাট করতে পারবেন। ডাউনলোড-
২. Messenger: ফেসবুকের তৈরি অন্যান্য (iOS, Android ইত্যাদি) ভার্সনের মতোই, বেশ ফ্লুইড। ডাউনলোড-
৩. Skype: এর আর বর্ণনা কি দেবো? সবাই জানেন, নগদে ডাউনলোড-
৪. Viber: নেট কানেকশন থাকলেই অন্য Viber ইউজার বন্ধুদের ফ্রী কল বা SMS করুন।
৫. WhatsApp: ইদানিং খুব জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ডাউনলোড-

Clock Apps

১. Clock Hub: আপনার স্টার্ট স্ক্রীনে ডিজিটাল বা অ্যানালগ ঘড়ির একটি লাইভ টাইল অ্যাড করুন; প্রতি মিনিটে আপডেট হবে।

ডাউনলোড-

২. Letter Clock: খুব সুন্দর একটি অ্যাপ। কিন্তু ডেভেলপার বোধহয় লাইভ টাইল অ্যাড করতে ভুলে গেছে। :-)

মানচিত্র

১. HERE Maps: নোকিয়ার ম্যাপ অ্যাপ, অফলাইন ব্রাউজ করতে পারবেন (ম্যাপ ডাউনলোড করে)। ডাউনলোড-
২. Maps: মাইক্রোসফটের তৈরি অ্যাপ।HERE Maps এর তুলনায় কিছুটা ডিটেইলে পাবেন।

ডাউনলোড-

৩. gMaps: আরেকটি পাওয়ারফুল অ্যাপ। এটি গুগল ম্যাপ ইউজ করে, কিন্তু ম্যাপ ডাউনলোড এর সুযোগ নেই।

ডাউনলোড-

Browser

১. Internet Explorer: এই ব্রাউজার পিসির ইন্টারনেট এক্সপ্লোরারের মতো স্লো নয়। ডিফল্ট ব্রাউজার, বেশ ভালোই। এটা ফোনে বিল্ট-ইন থাকে। ডাউনলোড করতে হবে না :-)
২. Nokia Xpress: ৮৫% কম ডাটা খরচ করে এই ব্রাউজার। ডাউনলোড-
৩. UC Browser: সবার পরিচিত এই ব্রাউজার, দ্রুত ব্রাউজ করতে ব্যবহার করুন। আর এখন তো ডাউনলোড করে SD Card এও সেভ করা যায়।

Live TV

১. Live Television World: সারা বিশ্বের নামী-বেনামী, বিখ্যাত-অখ্যাত অনেক টিভি চ্যানেল দেখতে পারবেন এই অ্যাপ দিয়ে। ডাউনলোড-
২. Live TV Bangladesh: বাংলাদেশের ১৫ টি টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন এই অ্যাপটি দিয়ে।
৩. Live TV World: ডেভেলপার গ্রুপ- 'কাকতাড়ুয়া'-র তৈরি এই অ্যাপে পাচ্ছেন প্রায় ১৮০০+ চ্যানেল দেখার সুযোগ।
৪. World Cup Live Free: ফুটবল ওয়ার্ল্ড কাপ লাইভ দেখতে চাইলে এটি ব্যবহার করতে পারেন। HD/ SD নানা চ্যানেলই আছে।

Utilities

১. Files: এতোদিন ফাইল ম্যানেজার ছিল না বলে খুব গালাগাল দিয়েছেন। এবার নিয়ে নিন মাইক্রোসফটের তৈরি অফিশিয়াল ফাইল ম্যানেজার।
২. Lux-o-Meter: আশেপাশের আলোর তীব্রতা মাপতে ব্যবহার করতে পারেন এই ফান-অ্যাপটি।

ডাউনলোড-

৩. Medicine Directory Bangladesh: NerdCats এর আরেকটি অসাধারণ অ্যাপ। বাংলাদেশে ব্যবহৃত প্রায় ৮০০০+ ওষুধের নাম, একই ধরণের আর রিলেটেড ওষুধের বিস্তারিত বিবরণ পাবেন এই অ্যাপে।

ডাউনলোড-

৪. Nokia Pocket Magnifier: নাম শুনেই বুঝতে পারছেন কি জিনিস। ডাউনলোড-
৫. Office Remote: এটিও অনেক দরকারি অ্যাপ। আপনার ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। পিসিতে ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট বা এক্সেল ফাইল চললে ফোন থেকেই তা নিয়ন্ত্রণ করতে পারবেন। (এটি ব্যবহার করতে Microsoft Office 2013 থাকতে হবে)।

ডাউনলোড-

৬. Ringtone Maker: সংগ্রহে থাকা গানকে সহজেই রিংটোন হিসেবে সরাসরি সেট করতে পারবেন।

ডাউনলোড-

৭. Speed Test: অন্যান্য অ্যাপগুলোর চেয়ে এটির সাইজ ছোট কিন্তু কাজ একই। ডাউনলোড-
৮. StopWatch: ছোট অ্যাপ, কিন্তু কার্যকরী।

ডাউনলোড-

৯. Transparency Tiles: অনেকগুলো অ্যাপের transparent tile পাবেন এতে।
১০. Transparent Icons: নিজের ইচ্ছেমতো transparent tile বা গ্রুপ টাইল তৈরি করতে পারবেন।
১১. Unit Converter: কিচ্ছু বলার নেই। নগদে ডাউনলোড-
১২. World Clock: সিম্পল আর বেস্ট।
১৩. Xbox Extras: এক্সবক্স অ্যাভাটার কাস্টমাইজ করতে এই অ্যাপটি ইন্সটল করতে হবে।

ডাউনলোড-

১৪. ZEDGE™ Ringtone & Wallpaper: Zedge এর কথা মনে আছে? সেই যখন জাভা ফোন চালাতেন। এই অ্যাপ দিয়েও আপনার উইন্ডোজ ফোনের জন্য খুব সহজেই রিংটোন আর ওয়ালপেপার ব্রাউজ/ ডাউনলোড করতে পারবেন।
১৫. চন্দ্রবিন্দু: ফোনেটিক বা ফিক্সড লেআউট স্টাইলে বাংলা টাইপ করতে ইন্সটল করুন-
১৬. দিনলিপি: বাংলা ক্যালেন্ডার; সবচেয়ে বড় কথা হল আউটলুক ক্যালেন্ডারের সমস্ত ইভেন্ট/ আপয়েন্টমেন্ট এতে মার্জ করতে পারবেন।

ডাউনলোড-

১৭. #1 ToolKit: হঠাৎ করেই স্কেল বা চাঁদার প্রয়োজন হয়েছে, কিন্তু হাতের কাছে নেই? চিন্তা নেই, আপনার কথা মাথায় রেখেই Ccool Media তৈরি করেছে #1 ToolKit. এতে পাচ্ছেন স্কেল, কম্পাস, চাঁদা, লেভেল, টর্চ, আয়না, ম্যাগনিফায়ার, ইউনিট কনভার্টার, স্পীড মিটার, নয়েজ মিটার, রেকর্ডার, টাইমার, স্টপওয়াচ, ওয়ার্ল্ডক্লক, সিস্টেম ইনফরমেশন। কি? একটু বেশিই হয়ে গেল? তারাতারি নামিয়ে নিন-

শেষ !!! আশাকরি আর অ্যাপসের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না। হয়তো আপনার পছন্দের অ্যাপটিই বাদ পড়েছে; কমেন্টে জানান- আমি ইউজ করে দেখব। আর এখানে গেম নিয়ে কিছু বলিনি, কারণ, একেকজনের গেমের চয়েজ একেক রকম। সবশেষে কৃতজ্ঞতা জানাই-
নার্ডক্যাটস
লুমিয়া কথন
One Microsoft
WPCentral
আশাকরি এরপর থেকে আর বলবেন না যে- "উইন্ডোজ ফোনে প্রয়োজনীয় অ্যাপস নেই"।
***উপরের কোন কোন অ্যাপস প্রিমিয়াম ভার্সন; সেগুলো 'Try' দিবেন।***

0 comments:

Post a Comment

sksumon