মনে করি একটি জরিপ করা হয়েছিল যে, কোন ব্রাউজারের জনপ্রিয়তা বেশী। ধরুন Mozilla Firefox পেয়েছে 45% ভোট, Google Chrome পেয়েছে 40% ভোট, Internet Explorer পেয়েছে 15% ভোট।
এবার নিম্নের মত করে একটি ডাটাবেজ তৈরী করুন:-
এবার ডাটাগুলোকে সিলেক্ট করে Insert>Pie>3D Pie এ ক্লিক করুন।
এবার দেখুন তো এরকম একটি chart তৈরী হয়েছে কিনা !
কি পানির মত সহজ না কাজ টা! এবার Design>Change Chart Type এ গিয়ে একটি একটি করে সবগুলো chart দেখুন তো কেমন লাগে।আর যেটা আপনার কাছে সুন্দর লাগে ঐটা রেখে দিন।আর হ্যা Chart Type পরিবর্তন করতে হলে অবশ্যই Chart টা সিলেক্ট থাকতে হবে, তা নাহলে Design মেনুটা আসবে না।
Chart Layouts পরিবর্তন করা(Ms Excel): Chart এর বিভিন্ন ধরনের লেআউট রয়েছে, Chart লেআউট পরিবর্তন হলে Design>Chart Layouts এ যেতে হবে।
Chart Style পরিবর্তন করা(Ms Excel): Chart এর স্টাইল পরিবর্তন করতে হলে Design>Chart Style এ যেতে হবে।
দেখুন তো এ চার্ট লেআউট টা কেমন লাগে!
RSS Feed
Twitter
11:30 PM
Unknown





Posted in
0 comments:
Post a Comment
sksumon