Monday, June 15, 2015
Wednesday, April 15, 2015
6:41 PM
Unknown
প্রথমে Office Word 2007 এ একটি পেজ Open করি। তারপর Menu বার থেকে Insert এ ক্লিক করি তার পর ঠিক বাম পাশে কভার পেজে এ ক্লিক করে যে কোন একটি ডিজাইন নির্বাচন করি। ছবিটি দেখে নেই

তাহলে আমরা আমাদের কভারপেজ ডিজাইনটি পেয়ে যাবো। এপর ইচ্ছেমত টেক্সগুলো ইডিট করে নেই। যে রকম আমার পেজে প্রতিটি লেখাই ইডিট করা আছে। এছাড়াও আপনি চাইলে ছবিগুলোই বা সেপ গুলো পরিবর্তন করতে পারবেন। তার পর যে কোন নামে সেভ দিন।
6:37 PM
Unknown
কিছু নিত্য প্রয়োজনীয় MS Word কী বোর্ড শর্ট কাট নিয়ে যা MS Word এর কাজকে গতিশীল করে তুলবে তাতে কোন সন্দেহ নাই । শুধু MS Word এ নয় কম্পিউটারের যে কোন ক্ষেত্রে দ্রুত কাজ করার জন্য কী বোর্ড শর্ট কাট অতি প্রয়োজন । কারণ মাউস ব্যবহার করে যে কাজটি করতে ৫ মিনিট সময় লাগে কী বোর্ড শর্ট কাট জানা থাকলে আমার মনে হয় ৩ মিনিটেই সে কাজটি করা সম্ভব । আপনারা কি বলেন ? তাই MS Word এ ব্যবরিত অতিব প্রয়োজনীয় কিছু কী বোর্ড শর্ট কাট আপনাদের সামনে তুলে ধরলাম ঃ-
১) Ctrl + N ঃ- MS Word এ নতুন একটি ডকুমেন্ট আনার জন্য ব্যবহার হয় ।
২) Ctri + Enter ঃ MS Word এ নতুন একটি পেজ আনার জন্য ব্যবহার হয় ।
Thursday, April 9, 2015
6:45 PM
Unknown
Blogger হল বিনামুল্যে ব্লগ তৈরি করার একটি প্লাটফর্ম যা ২০০৩ সালে Google দ্বারা অর্জিত এবং ক্রীত হয়। এটা শেখা এবং ব্যবহার করা খুবই সহজ। ফলে, খুব স্বল্প সময়ের মধ্যে এটি শিক্ষানবিশ ব্লগারদের সবচেয়ে পছন্দসই মনোনীত হয়ে যায়। এই প্লাটফর্মের মাধ্যমে বিনামুল্যে একটি ব্লগ তৈরি এবং প্রকাশ করা যায়, আর এটি নতুনদের জন্য খুবই বন্ধুত্বপূর্ণ। সুতরাং, আপনি কি আগ্রহী Blogger প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনামূল্যে একটি ব্লগ তৈরি করতে? যদি আগ্রহী হন, তাহলে এই টিপসটি আপনাদের তা অর্জন করতে সাহায্য করবে। শুধু নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন, এবং আপনি জানতে পারবেন কিভাবে Blogger এ একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং নতুন ব্লগ তৈরি করতে হয়ঃ
পদক্ষেপ ১ – বিনামুল্যে একটি Google অ্যাকাউন্ট তৈরি করুন
6:18 PM
Unknown
Soft reset & Restart: আপনার উইন্ডোজফোন যদি কোন কারনে ওপেন না হয় তাহলে, আপনার উইন্ডোজফোনের Volume down button + Power button একসাথে 15 sec চেপে ধরুন। আপনার ফোনটি Vibrate হবে এবং "Nokia" logo দেখতে পারবেন । কিছুক্ষণের মধ্যেই আপনার ফোন ওপেন হবে।
Hard reset : Hard reset করলে আপনার ফোনের সব ডাটা চলে যাবে এবং ফোনের সব settings ফোন কিনার সময় যেই রকম ছিল ঠিক সেই রকম হয়ে যাবে। আপনার উইন্ডোজফোন Hard Reset করার আগে , আপনার ফোনে minimum 50% Charge আছে কিনা নিশ্চত হয়ে নিন। সবচেয়ে ভাল হয় ফোনে Full charge দিয়ে নিলে । কারন এক্ষেত্রে কিছু সময় লাগবে, এমনকি কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।
6:13 PM
Unknown
আজকের আমার এই পোস্টটি আসলে উইন্ডোজ ফোন চালাইতে হইলে যা যা লাগে টা নিয়ে। ত আর কথা না বারিয়ে কাজে লেগে পরি।
ফাইল ম্যানেজার;
উইন্ডোজ ফোন এর আগের ভার্সন গুলোতে ফাইল ম্যানেজার ছিল না। যদিও উইন্ডোজ ফোন ইউজ করার সময় ফাইল ম্যানেজার এর কথা মাথাই আসে না। তারপর ও অনেকের কাছে এইটা একটা অনেক বড় সমস্যা ছিল। তবে এখন এই সমস্যা আর নাই। এখন মাইক্রোসফট অফিসিয়াল ভাবে ফাইল ম্যানেজার পাবলিশ করেছে। ফাইল ম্যানেজার টির নাম FILES. ফাইল ম্যানেজার এর সকল বিশিষ্ট ই আছে এই অ্যাপ এ। তাছাড়া এখন উইন্ডোজ স্টোর এ অনেক উন্নত ফাইল ম্যানেজার পাওয়া যাই।
5:57 PM
Unknown
স্মার্টফোনের জন্য নতুন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের প্রিভিউ ভার্সন ছেড়েছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির বাজারজাতকৃত উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের প্রথম সংস্করণ এটি।
মাইক্রোসফট স্মার্টফোনের জন্য ‘উইন্ডোজ ১০’ এর প্রিভিউ ভার্সন ছেড়েছে বৃহস্পতিবার। সর্বশেষ উইন্ডোজ ১০ ইভেন্টে দেখানো ইন্ট্যার্যাকটিভ নোটিফিকেশন, উন্নত স্পিচ-টু-টেক্সট ফিচার, নতুন অ্যাকশন সেন্টার, নতুন ফটো অ্যাপ ইত্যাদি ফিচারগুলোর আছে উইন্ডোজ ১০ প্রিভিউ ভার্সনে।
5:47 PM
Unknown
আইফোনের কীবোর্ড দিয়ে সরাসরি বাংলা লেখা যায় না। কিন্তু আমি আজ আগে থেকে সেভ করে সরাসরি কীবোর্ড দিয়ে কিভাবে সহজে বাংলা লিখবেন তা জানাব। অনেকেই হয়ত জানেন, যারা জানেন না তাদের জন্য। আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। পোস্টের ছবি বা নিয়ম iOS7+ এর দিয়ে করা। অন্য ভার্সন থাকলে প্রায় একই রকম ভাবেই করতে পারবেন। অন্য যেকোনো অ্যাপস থেকেও বাংলা লিখে করতে পারবেন। অন্য অ্যাপস থেকে বাংলা লিখে করতে চাইলে দ্বিতীয় পদ্ধতি থেকে দেখুন।
5:33 PM
Unknown
১. প্রথমে আপনার ডিভাইসের (iPhone/iPad/iPod) Safari Browser থেকে http://www.featurepoints.com প্রবেশ করুন।
২. Feature Points অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল এর সময় আপনাকে একটি Profile ইন্সটল করতে বলা হবে। আপনি সেটি ইন্সটল করুন। চিন্তা করবেন না এটা নিরাপদ।(Android ইউযারাও চাইলে Google Play থেকে Feature points App ইন্সটল করে নিতে পারেন এই লিঙ্ক থেকে অথবা Play Store এ Search করলেও পেয়ে যাবেন Feature points. Android এর ক্ষেত্রে ৬০০০ points হলে আপনি $10 ডলার এর google play gift card পাবেন যা দিয়ে Play Store থেকে Purchase করতে পারবেন।)
5:27 PM
Unknown
Icloude এ backup না থাকার কারনে আইফোনের farmware restore/update দেবার পর আইফোন ইউজারদের সব চাইতে যে বিষয়গুলো চিন্তায় ফেলে তার মধ্যে ফোনের কন্টাক্টস নাম্বারগুলো ফিরে পাওয়া অন্যতম। আজকে আমরা দেখব কি করে ছোট্ট একটি অ্যাপস এর মাধ্যমে খুব সহজেই মাত্র ৩০/৬০ সেকেন্ড এর মধ্যে অনলাইনে আইফোনের সমস্ত কন্টাক্টস নাম্বারের ব্যকআপ রাখা যায়।
প্রথমে এই লিঙ্ক থেকে Contacts Backup - IS Contacts Kit Free অ্যাপটি ডাউনলোড করুন অথবা App Store থেকে নিজেই সার্চ করে ইন্সটল করুন।
Subscribe to:
Comments (Atom)
RSS Feed
Twitter









